রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ঈশ্বরদীতে ফিড মিলের শ্রমিকের মরদেহ উদ্ধার

ঈশ্বরদীতে ফিড মিলের শ্রমিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ঈশ্বরদীতে ফিড মিলের শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে ঈশ্বরদী আর আরপি ফিড মিলের শ্রমিক রফিকুল ইসলাম খান (৩০) এর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সে আটঘরিয়ার নাদুরিয়া গ্রামের ওফিজুদ্দীন খানের ছেলে।

জানাগেছে, রাতে মিলে ডিউটি শেষ করে বাড়ীতে গিয়ে খাওয়া দাওয়া শেষে রাত সাড়ে ১০টার দিকে বাজারের উদ্দেশ্যে বাড়ির বাইরে যায়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজনের সন্দেহ সৃষ্টি হয়। সারারাত সম্ভাব্য সকল স্থানে খুঁজে তার কোন সন্ধান পাওয়া যায় না। অবশেষে সকালে বাড়ীর পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে থানায় মামলাদায়ের করার প্রক্রিয়া চলছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলেন জানান পুলিশ প্রশাসন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …