নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী (পাবনা):
মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ভুঁইফোড় ও নামসর্বস্বদের আমন্ত্রণ জানানোর প্রতিবাদে ঈশ্বরদী প্রেসক্লাবের সাংবাদিকরা উপজেলা নির্বাহী অফিসারের প্রেসব্রিফিং বর্জন করেছেন। ‘প্রধানমন্ত্রীর উন্নয়ন রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ, নিয়মিত ও মানসম্পন্ন অভিবাসনে জনসচেতনতা সৃজনের লক্ষ্যে’ ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও শিহাব রায়হান বুধবার সকালে এই প্রেসব্রিফিং-এর আয়োজন করেন।
জানা যায়, প্রেসব্রিফিং-এ মূলধারা ও মুক্তিযুদ্ধের পক্ষের সম্পাদক ও জাতীয় দৈনিকের শীর্ষস্থানীয় সাংবাদিকদের বাদ দিয়ে নামসর্বস্ব ও ভুঁইফোড়দের আমন্ত্রণ জানানো হয়।
এই বিষয়ে ঈশ্বরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলে ইউএনও’র প্রেসব্রিফিং বর্জনের সিদ্ধান্ত হয়। প্রেসক্লাবের প্রতিবাদ ও বর্জনের সিদ্ধান্তের বিষযটি ইউএনও শিহাব রায়হানকে অবহিত করা হলেও তিনি কতিপয় নামসর্বস্ব ও ভুঁইফোড়দের নিয়ে এই প্রেসব্রিফিং অনুষ্ঠিত করেছেন।
এঘটনায় ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …