নিজস্ব প্রতিবেক, ঈশ্বরদীঃ
ঈশ্বরদীতে প্রথম করোনা রোগী সনাক্ত হয়েছে। উপজেলার মুলাডুলি ইউনিয়নের চাঁদপুর গ্রামের রেহানুল করিম রেবিন (৫১) এর শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। তার পিতার নাম সওকাত আলী। সে নাটোর সদর হাসপাতালের স্টাফ ব্রাদার। গত বুধবার তার করোনা পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা প্রেরণ করা হয়।
শুক্রবার দুপুরের পর সে নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ বলে জানতে পারে। এদিকে রেবিন শুক্রবার স্থানীয় মসজিদে জুম্মার নামাজ আদায় করেছে এবং পরিবারের অন্য সদস্যদের সাথে স্বাভাবিক উঠাবসা করেছে। এসংবাদ পাওয়ার পর ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান ও ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঐ বাড়িটি লকডাউন ঘোষণা করেছে।
ঐপরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ব্যাবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসূত্রে। প্রথম করোনা সনাক্ত ও রবিনের স্বাভাবিক চলাচল এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।
আরও দেখুন
সিংড়ায় যৌথবাহিনীর ব্যাপক তল্লাশি
নিজস্ব প্রতিবেদক,,,,,,, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ড …