বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ঈশ্বরদীতে পৃথক ঘটনায় মৃত দুই

ঈশ্বরদীতে পৃথক ঘটনায় মৃত দুই

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী (পাবনা):
ঈশ্বরদীতে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ভ্রমরের কামড়ে ঈশ্বরদীতে মনিরুল ইসলাম (৪২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ছলিমপুর ইউনিয়নের জয়নগর শিমুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী মনিরুল ইসলাম একই এলাকার মেসার্স মহিরউদ্দিন রাইচ মিলের মালিক ও বিশিষ্ট ধান-চাল ব্যবসায়ী।

মনিরুলের পারিবারিক সূত্রে জানা গেছে, মনিরুল ইসলামের জয়নগর শিমুলতলাস্থ নিজ বাড়ির গোয়ালঘরে অনেক দিন ধরে ভ্রমর বাসা বেঁধেছিল। রোববার সকালে ব্যবসায়ী মনিরুল বাড়ির গোয়ালঘরের পেছনে ভ্রমরের বাসা আগুন দিয়ে পুড়িয়ে দিতে যান। এ সময় বেশ কিছু ভ্রমর এসে তাকে কামড় দেয়। এতে তিনি সংজ্ঞা হারিয়ে ফেললে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মঙ্গলবার সকালে আবার তার অবস্থার অবনতি হলে হাসপাতালে নেয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন।

অপরদিকে ঈশ্বরদীতে গলায় ফাঁস দিয়ে মৃত্যু হয়েছে এক যুবতীর। ২১ বছর বয়সী যুবতী প্রীতি খাতুনের লাশ মঙ্গলবার সকালে উপজেলার দাশুড়িয়ার মুনশীদপুর নিজ বাবারবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে রাতে সে নিজ ইচ্ছায় আত্মহত্যা করেছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত প্রীতির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …