নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ঈশ্বরদীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে সাব্বির হোসেন (১৭) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়। আড়াই ঘণ্টা পর আজ মঙ্গলবার বিকেলে উপজেলার পাকশী ইউনিয়নের নলগাড়ি গ্রাম থেকে তার লাশ পাওয়া গেছে।
সে ওই ইউনিয়নের চররূপপুর জিগাতলা গ্রামের স্বপন ইসলামের ছেলে। রূপপুর উচ্চ বিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী।
রূপপুর পারমাণবিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে সাব্বির ও তার কয়েকজন বন্ধু মিলে পদ্মানদীতে গোসল করতে যায়। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে উদ্ধারের চেষ্টা চালিয়ে দ্রুত সময়ের মধ্যে লাশ উদ্ধার করতে সক্ষম হন স্থানীয় লোকজন।
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …