সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / ঈশ্বরদীতে পলাতক আসামী আটক

ঈশ্বরদীতে পলাতক আসামী আটক

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী ( পাবনা):
ঈশ্বরদীর লক্ষীকুন্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২টি মামলার সাজাপ্রাপ্ত এবং ৩টি সিআর মামলার পলাতক আসামী সিদ্দিক খলিফা (৪২) কে আটক করেছে পুলিশ।

পাকশী পুলিশ ফাঁড়ীর পরিদর্শক শহীদুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত সিদ্দিক খলিফা লক্ষীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামের মৃত আবু খলিফার পুত্র বলে জানা গেছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ নাসীর উদ্দিন আটকের বিষযটি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টধারী আসামী সিদ্দিক খলিফা পলাতক ছিল। ২০১২ সালের সিআর-৪৭ এবং ২০১৭ সালের সিআর-১৯৩ মামলায় তার সাজা হয়।

এছাড়াও ২০১২ সালের সিআর-৪৭ ও ১৯৩ এবং ২০১৩ সালের এনএস-১৫৩ মামলায় তার ওয়ারেন্ট রয়েছে।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …