নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অর্থ এবং ত্রাণ মন্ত্রণাললের নগদ সহায়তা এবং ত্রাণের টিন বুধবার (১৪ জুলাই) বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস এমপি। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও আতিয়া ফেরদৌস কাকলি।
এসময় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের ৫ লাখ ৫৯ হাজার টাকা ১৮টি মসজিদ, ৩টি মন্দির ও ৪২ জন দুস্থদের মাঝে বিতরণ করা হয়। পরে অগ্নিকান্ডে ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ২২ জনকে ১.৫ বান্ডিল করে টিন এবং সাড়ে হাজার টাকা নগদ প্রণোদনা বিতরণ হয়েছে। ত্রাণ মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুজ্জামান প্রিন্স বিতরণ কাজ পরিচালনা করেন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …