নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী
ঈশ্বরদীতে দশ লাখ টাকার হেরোইন উদ্ধার। এ ঘটনায় হারুন-অর-রশীদ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাবনা ‘খ’ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক ভূপতি কুমার বর্মনের নেতৃত্বে শনিবার সন্ধ্যায় ঈশ্বরদী বিমান বন্দর সড়কের সিসিডিবি অফিসের সামনে সিএনজি থেকে দশ লাখ টাকা নূল্যের ১০০ গ্রাম হেরোইন এবং ওই ব্যবসায়ী আটক করা হয়।
ভূপতি বর্মন জানান, রাজশাহীর গোদাগাড়ি হতে সিএনজিতে করে এই হেরোইন সিরাজগঞ্জের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় হারুণের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে এই হেরোইন উদ্ধার করা হয়। উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান এএসআই হাফিজুর রহমানসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও সেপাই উপস্থিত ছিলেন। এব্যাপারে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।
আরও দেখুন
হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।
নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …