সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ঈশ্বরদীতে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ঈশ্বরদীতে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ঈশ্বরদীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিন ব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা-২০২২’ এর উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) কৃষি উপজেলা কৃষি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি। উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, কৃষি উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক আমিরুজ্জামান রতন, ভাইস চেয়ারম্যান আব্দুসব্দু সালাম খান ও ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মিতা সরকার। অতিরিক্ত কৃষি অফিসার মাহমুদা মুতমাইন্নার সঞ্চালনায় মেলায় কৃষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ভিপি কৃষক উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মুরাদ আলী মালিথা ও বঙ্গবন্ধু প্রদকপ্রাপ্ত জাতীয় কৃষক কূল ময়েজ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও নিউ এরা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মঞ্জুর রহমান বিশ্বাস, উপজেলা কৃষকলীগের আহবায়ক ফজলুর রহমান মালিথা, ঈশ্বরদী প্রেসকাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু প্রমূখ।

আলোচনা সভা শুরুর পূর্বে বন্যার্ঢ্য র‌্যালী বের করা হয়। মেলায় প্রাতিষ্ঠানিক ২০টি কৃষি ও কৃষিজাত পণ্যের স্টল স্থাপন করা হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …