নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ঈশ্বরদীতে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাক ও বিপুল পরিমান অস্ত্রসহ ২ জনকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ। শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় আসামীদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে ।
পুলিশ সুত্রে জানা যায়, ২৩ জুন দিবাগত রাত ২ ঘটিকায় ঈশ্বরদী থানার পুলিশ টহল টিম ডিউটি করা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে চরমিরকামারী পশ্চিমপাড়া শাঁকড়েগাড়ি মোড় ওয়াপদার উত্তর পাশে একদল দুস্কৃতিকারী একটি ট্রাক সহ অবস্থান করছিল। তাৎক্ষনিকভাবে অভিযান পরিচালনা করলে ডাকাতদলের সদস্যরা পালানোর চেষ্টা করলে পুলিশ দুইজনকে আটক করে এবং বাকিরা পালিয়ে যায়।
পুলিশের উপস্থিতিতে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তাদের সম্মুখে তল্লাশি করে আসামী জাহাঙ্গীর (৪০) পিতা মধু মিয়া,গ্রামঃ গোয়ালপাড়া থানা,পলাশবাড়ি জেলা গাইবান্ধা এবং মেহেদুল ইসলাম মিদুল(২৯) পিতা জাহিদুল কুকি গ্রামঃ জীবনপুর থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়ার শরীর তল্লাশি করিয়া একটি সচল ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ট্রাক তল্লাশি করিয়া দুই গাছি দড়ি, একটি কাটার, ০৫ টি ছোরা, ০১ টি চাপাতি, ০১ টি লোহার দন্ড এবং ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক টি জব্দ করা হয়।
থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামীদের নিকট থেকে তাদের বেশ কয়েকজন পলাতক সহযোগীর নাম ঠিকানা পাওয়া যায়। আসামী জাহাঙ্গীর এর বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় চুরি, ডাকাতি, বিশেষ ক্ষমতা আইনে ২১(একুশ)টি মামলা বিচারাধীন আছে। পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …