নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ঈশ্বরদীর পাবনা-পাকশী বগামিয়া সড়কে বৃহস্পতিবার সকালে ট্রাকচাপায় বিপুল সরদার (২৬) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। সাহাপুর ইউনিয়নের ছিলিমপুর মোড়ের কাঁঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপুল ওই ইউনিয়নের মহাদেবপুর গ্রামের আক্কাস আলী সরদারের ছেলে। তিনি ঈশ্বরদী বাজারে ইলেকট্রনিকসের একটি শোরুমে কর্মরত ছিলেন ।
সাহাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজ জানান, ছিলিমপুর মোড় থেকে সকালে বাইসাইকেল চালিয়ে মন্ত্রী মোড়ে নিজ বাড়ি ফিরছিলেন বিপুল। এ সময় পাবনা থেকে পাকশী রূপপুরমুখী একটি ড্রামট্রাক বিপুলকে চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী ঘটনার সত্যতা স্বীকার করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
আরও দেখুন
বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ
নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …