বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় চালক নিহত

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী
পাবনার ঈশ্বরদীতে ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় এক চালক নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাহাপুর নতুন হাট মোড় সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, পাবনা থেকে ধান নিয়ে একটি ট্রাক কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। পেছনের ট্রাকের চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাককে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির চালক ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ট্রাকের হেলপার আহত হলে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

আরও দেখুন

নাটোরে যথাযোগ্য মর্যাদায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,নাটোরে যথাযথ আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *