নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী (পাবনা):
ঈশ্বরদী শহরের স্কুলপাড়ায় গোলাম হাক্কানীর বাড়ির সামনের মা ও মেয়ের নিকট থেকে দুইটি স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত মামুন মোল্লাকে গ্রেফতার ও ছিনতাই কাজে ব্যবহৃত মটর সাইকেল জব্দ করেছে পুলিশ।
গত ৩ জুন স্কুলপাড়ার কামিনী হাসপাতাল সড়কের গোলাম হাক্কানীর স্ত্রী ও মেয়ে রাত ৮টায় নিজ বাড়ির সামনে রিক্সা থেকে নামলে তিনজন ছিনতাইকারী মটর সাইকেলে এসে চাকু ঠেকিয়ে দু’জনের গলায় থাকা দুইটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত মটর সাইকেলে পালিয়ে যায়।
এ ঘটনার পর পুলিশ জোরালোভাবে তদন্ত শুরু করেন। এক পর্যায়ে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে পুলিশ। পুলিশ ১৭ জুন রাতে অভিযান চালিয়ে এ মামলার অন্যতম আসামী ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাজদিয়া পুরাতন রেললাইন এলাকার আব্দুল লতিফ মোল্লার ছেলে মামুন মোল্লাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত মটর সাইকেল জব্দ করে পুলিশ ।
১৮ জুন বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করিয়া ফোঃকাঃবিঃ ১৬৪ ধারা মতে জবানবন্দি প্রদান করেছে গ্রেফতারকৃত আসামী মামুন মোল্লা।
আরও দেখুন
তারুণ্যের উৎসবে লোকনাট্য সমারোহে জনপ্রিয় লোকনাট্য আলকাপ গান মঞ্চস্থ॥ শিল্পীদের দূর্দশা কাটেনি
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,‘আলকাপ’ মূলতঃ অবিভক্ত বঙ্গদেশের লোকসংগীত। অবিভক্ত মুর্শিদাবাদ অঞ্চলের মুসলমান সম্প্রদায়ের নিজস্ব এ লোকসংগীতের চর্চা …