নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী
ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রুহুল আমিন খান হৃদয় (২২) গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (৪ঠা এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গোবিন্দপুর গ্রামে তার নানার বাড়িতে অবস্থানকালে দুর্বৃত্তের গুলিতে তিনি গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় হৃদয়কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শনিবার সন্ধ্যায় হৃদয়ের নানাবাড়ির আঙিনায় খড়ের পালায় আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষরা। সবাই যখন আগুন নেভানোর কাজে ব্যস্ত তখন রাত ৯টার দিকে নানাবাড়িতে অবস্থানকালে একদল দুর্বৃত্ত হৃদয়কে লক্ষ্য করে গুলি করে। জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের দুর্বৃত্তরা এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন স্বজনরা।
এদিকে এক বিবৃতিতে মুলাডুলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসাইন ও সাধারণ সম্পাদক বাপ্পি মালিথা ঘটনার তীব্র নিন্দা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তারা বলেন, হৃদয়ের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …