নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ঈশ্বরদীতে পারিবারিক কলহের জেরে গ্যাস ট্যাবলেট খেয়ে তুষার মালিথা (৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৬ জুন) উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ঐ যুবক মানিকনগর পূর্বপাড়া গ্রামের সলিম মালিথার একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে তুষার বুধবার (১৫ জুন) সকালে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে, পরে পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনা টের পেয়ে তাকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সে মৃত্যু বরন করে।