বৃহস্পতিবার , মার্চ ২৮ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ঈশ্বরদীতে গৃহবধু হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

ঈশ্বরদীতে গৃহবধু হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদীঃ
ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের লক্ষীকোলা গ্রামের চাঞ্চল্যকর গৃহবধূ আনজেরা হত্যা মামলার প্রধান আসামী নিহতের স্বামী আজিবার সরকার (৫০) গ্রেফতার হয়েছে। মঙ্গলবার পুলিশের হাতে ধরা পরে আজিবার। গোপন সংবাদের ভিত্তিতে পাবনার দ্বীপচর থেকে এসআই হালিমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত: গত ১১ এপ্রিল দুপুরে জমি বিক্রিতে রাজী না হওয়ায় নিহত আনজেরার স্বামী, ছেলে ও ছেলের বৌ এবং দুই দেবর মিলে আনজেরাকে বাঁশ, লোহার রড ও পাইপ দিয়ে মারধর করে। এতে ঘটনাস্থলেই আনজেরা খাতুনের (৪৫) প্রাণহানি ঘটে।

এঘটনায় নিহতের চাচাতো বোন আলেয়া বেগম বাদী হয়ে ঈশ্বরদী থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করে। এই মামলার ৫ আসামির মধ্যে এপর্যন্ত ২ জন গ্রেফতার হলো। ঘটনার দিনই আসামি নিহতের ছেলের বৌ ছাদিয়া (৩০)কে পুলিশ গ্রেফতার করে। নিহতের ছেলেসহ এখনো ৩ আসামি পলাতক রয়েছে।

আরও দেখুন

নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে ৪ সন্তানের জননীর আত্মহত্যা 

নিজস্ব প্রতিবেদক,নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রামে নুরুন্নাহার (৩৬) নামে ৪ সন্তানের জননী গ্যাস ট্যাবলেট খেয়ে …