নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামে গাছের ডালে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই গ্রামের জিয়া মেম্বারের বাড়ির পাশে বৃহস্পতিবার ভোরে গ্রামবাসী গৃহবধু রানী বেগম (২২) এর মরদেহ দেখতে পায়। চার বছরের শিশু কণ্যার জননী রানী ওই গ্রামের খবির উদ্দিনের পুত্র দিনমজুর জসীম উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে।
খবর পেয়ে থানার এসআই হালিম মরদেহ উদ্ধরের জন্য ঘটনাস্থলে পৌছেছেন বলে তিনি জানিয়েছেন।
প্রতিবেশীরা জানান, বুধবার রাত থেকে রানীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে তার মরদেহ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। রানী ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের ভাড়ইমারী আনন্দবাজার এলাকার আকমল হোসেনের কণ্যা। প্রায় ৫ বছর আগে রানীর বিয়ে হয়। তার ৪ বছরের একটি কণ্যা সন্তান রয়েছে।
এসআই হালিম জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনার প্রক্রিয়া এবং জিজ্ঞাসাবাদ চলছে। তবে রানীর স্বামী জসীম উদ্দিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
আরও দেখুন
পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …