রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ঈশ্বরদীতে কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা

ঈশ্বরদীতে কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী(পাবনা):
বাংলাদেশ কৃষকলীগের ঈশ্বরদী শাখার বিশেষ বর্ধিত সভা বুধবার ঈশ্বরদীতে অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে এমপি বিশ্বাস বলেন, কৃষিতে ঈশ্বরদী অনেক সমৃদ্ধ। এখানকার ২৮ জন কৃষক কৃষিতে সাফল্য অর্জন করায় জাতীয়ভাবে পদক অর্জন করেছেন। কৃষক লীগকে ঈশ্বরদীতে শক্তিশালী করতে আমি সর্বাত্মক সহযোগীতা করব। কৃষকলীগের বিভিন্ন ইউনিটের শক্তিশালী কমিটি গঠনের আহব্বান জানিয়ে তিনি বলেন, ঈশ্বরদী- আটঘোরিয়াকে সুন্দরভাবে সাজানোর স্বপ্ন বাস্তবায়নে আমি সকলের সহযোগীতা চাই।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিটির আহব্বায়ক ফজলুর রহমান মালিথা। উদ্বোধন করেন পাবনা জেলা কৃষকলীগের সভাপতি শহিদুর রহমান শহিদ। প্রধান বক্তা ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক তৌফিকুর আলম তৌফিক। বিশেষ বক্তা ছিলেন জেলা কমিটির সাংগাঠনিক সম্পাদক আসলাম আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ইসাহক আলী মালিথা। সভায় কৃষকলীগের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক মুরাদ আলী মালিথা।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …