নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ঈশ্বরদীতে করোনায় আক্রান্ত হয়ে ফরিদা পারভীন পপি (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) ভোর ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ফরিদা পারভীন ঈশ্বরদীর বাঘইল পূর্বপাড়া এলাকার প্রাক্তন স্কুল শিক্ষক দুলাল গাজী রাজার সহধর্মীনি।
স্থানীয় বাসিন্দা রুবেল মল্লিক জানান, ফরিদা পারভীন তাঁর এক নিকট আত্মীয়র চিকিৎসা করাতে ঢাকা গিয়েছিলেন। সেখানে থেকে ১৪ এপ্রিল তিনি বাঘইল নিজ বাড়িতে ফিরে শরীরে জ্বর অনুভব করেন। তাকে করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে।
এরপর তাঁর শারীরিক অবস্থার অবণতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪টায় তাঁর মৃত্যু হয়।বুধবার বাদ জোহর (দুপুর ২টায়) বাঘইল কেন্দ্রীয় কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফন করার কথা রয়েছে।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …