শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পাবনা / ঈশ্বরদীতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

ঈশ্বরদীতে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ঈশ্বরদীতে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।  সোমবার (৭ মার্চ ) সকাল ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল , উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম খান, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ মালিথা, উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা ও ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুদ রানা, উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল, যুবলীগ নেতা দোলন বিশ্বাস, যুবলীগ নেতা জুবায়ের বিশ্বাস, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রনি, সাধারণ সম্পাদক সুমন দাস, ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন অবুজ প্রমূখ।

এছাড়াও আওয়ামীলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা যুবলীগসহ দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতৃবৃন্দ।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …