বৃহস্পতিবার , এপ্রিল ১৭ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / ঈশ্বরদীতে এসএসসি-৭০ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা

ঈশ্বরদীতে এসএসসি-৭০ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক পাবনা ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বন্ধু মানে সুখ-দুঃখের এক মজবুত ভরসা, চরম বন্ধুর পথে এগিয়ে চলার অনুপ্রেরণা। দীর্ঘ ৫৫ বছর
পর বাল্যকালের বন্ধুর সঙ্গে দেখা, কে কী করছে, ব্যক্তিজীবনে কেমন আছে—এসব প্রশ্ন-উত্তরের
মধ্য দিয়ে জমে উঠেছিল দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ১৯৭০ এসএসসি ব্যাচের
শিক্ষার্থী ও সহপাঠীদের মিলনমেলা।
১২ এপ্রিল শনিবার দিনব্যাপী দাশুড়িয়ার শখের বাজারে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর
একে অপরের সঙ্গে দেখা হওয়ায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। একসাথে ব্রেকফাস্ট, প্রিয় শিক্ষা
প্রতিষ্ঠানে গিয়ে স্মৃতি রোমন্থ ও দুপুরের খাবার এবং মজার আড্ডার মধ্য দিয়ে শেষ হয় মিলনমেলা।
এই ব্যাচের শিক্ষার্থী প্রকৌশলী আরমান আলি, বলেন, ‘বহুদিন পর স্কুলবন্ধুদের একত্রিত করতে
পারলাম। নানা ব্যস্ততায় অনেকের সঙ্গেই যোগাযোগ ছিল না। মিলনমেলাকে উপলক্ষ করে বন্ধুদের
একত্রিত করার উদ্যোগ নিই, আর সেই ভাবনা বাস্তবায়ন করতেই এই মিলনমেলা। সত্যিই দুর্দান্ত
একটা দিন কাটিয়েছি।’
নারী শিক্ষার্থী মোছাঃ হাসিনা ও মোছাঃ আছিয়া বুলিয়া, বলেন, ‘১৯৭০ সালে এসএসসি পরীক্ষার পর
অনেকের সঙ্গে আর দেখা হয়নি। ৭০ ব্যাচের প্রকৌশলী আরমান আলি, মোঃ এনামুল হক, কমল পাল
এবং নূরউল্লাহ কচির উদ্যোগে অনেকদিন পর সবাই এক ছাদের নিচে আসতে পেরেছি। যেন কয়েক
ঘণ্টার জন্য স্কুলজীবনে ফিরে গিয়েছিলাম।’
আরেক শিক্ষার্থী মোঃ এনামুল হক, বলেন, ‘৩০ জন বন্ধু একত্র হয়ে পুনর্মিলনী করতে পেরে
আনন্দিত। শুধু এই অনুষ্ঠানেই থেমে থাকব না, ভবিষ্যতে আরও বড় পরিসরে পুনর্মিলনী করব এবং
বিদ্যালয়ের উন্নয়ন নিয়ে আলোচনা করব।’
মিলনমেলাতে আরও উপস্থিত ছিলেন কে এম ইউনুস, মোঃ মসলেম, মোছাঃ হাসিনা, মোছাঃ আছিয়া
বুলিয়া, মোছাঃ রোকেয়া খাতুন, দিপালী সাহা, মোঃ মসলেম, মোঃ মিন্নাত আলী, মোঃ শফি মন্ডল, মোঃ
ইসমাঈল হোসেন, মোঃ মোকাররম হোসেন, মোঃ সুজাউদ্দৌলা, কে. এম ইয়ার জাং ছালার, মোহম্মদ
আলী, মোঃআবুল কালাম মন্টু, মোঃ আতিউর রহমান, মোঃ আশরাফ হোসেন, মোঃ আবুল কালাম, মোঃ
মোজাম্মেল হক, মোঃ আরশেদ আলী, মোঃ আব্দুর রশিদ, মোঃ ফরজ আলী, আব্দুর লতিফ খান, লতিফ
প্রাং প্রমূখ। পুরোনো বন্ধুদের কাছে পেয়ে কেউ ব্যস্ত কুশল বিনিময়ে, কেউ বা একে অন্যকে বুকে
জড়িয়ে ধরছেন। কেউ খুলেছেন গল্পের ঝাঁপি। কেউ কেউ ব্যস্ত ছবি তুলতে। তারা যেন ফিরে গেছেন
পুরোনো দিনে। বন্ধুদের এমন আবেগ, উচ্ছ্বাস বুঝিয়ে দিল বাঁধন আলগা হয়নি মোটেও, আছে প্রাণে
প্রাণ মিলেমিশে। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৌশলী আরমান আলি।

আরও দেখুন

নাটোরে হেরোইন সহ এক নারী আটক

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরে হিরোইন সহ মোছাঃ সুবর্না আক্তার সোনিয়া (২৮) নামের এক নারী বাস যাত্রীকে আটক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *