শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / পাবনা / ঈশ্বরদীতে আবারও পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঈশ্বরদীতে আবারও পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ঈশ্বরদীতে পানিতে ডুবে লামিয়া (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ৮ জুলাই শনিবার দুপুরে উপজেলার সাঁড়া ইউনিয়নের গোকুলনগর গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই এলাকার আবু বক্কারের মেয়ে।

জানা গেছে, দুপুর সাড়ে ১২ টার দিকে সকলের অগোচরে খেলতে খেলতে পুকুর পাড়ে গিয়ে পানিতে পড়ে ডুবে যায় লামিয়া। পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু ঘটে।

এর আগে গত ৪ জুলাই পৌর এলাকার ভেলুপাড়া গ্রামের রেহান প্রামাণিক রাজুর ৪ বছরের শিশু কন্যা তাইয়েবা বাড়ির পাশের গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে।

জানা গেছে, একটি বেসরকারি প্রতিষ্ঠানের পরিত্যাক্ত দোতলা ভবন অপসারণের পর সেখানে বড় খাদের সৃষ্টি হয়। বাড়ির মধ্যে খেলাধুলা করার এক পর্যায়ে সকলের অগোচরে গত এক সপ্তাহের প্রবল বর্ষনে সেই গর্ত ভরে যাওয়া পানির মধ্যে খেলার ছলে তাইয়েবা নেমে পড়ে এবং ডুবে যায়।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …