সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ঈশ্বরদীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:
ঈশ্বরদী উপজেলা আইন-শৃংখলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদেরর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও আতিয়া ফেরদৌস কাকলি।

সভায় করোনা টিকা, দ্রব্যমূল্য উর্দ্ধগতি, মাদক নিয়ন্ত্রণ, সার্বিক আইন শৃংখলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য, রাখেন কৃষি অফিসার মিতা মন্ডল, লক্ষীকুন্ডার চেয়ারম্যান আনিসুর রহমান শরীফ, সাঁড়ার চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, সলিমপুরে চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, মুলাডুলির চেয়ারম্যান আব্দুল খালেক, সাহাপুরের চেয়ারম্যান বাবু বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাদিউল ইসলাম, হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ আশিষ সান্যাল, নৌ পুলিশের অফিসার আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিন্টু, প্রেসকাব সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, উপাধ্যক্ষ ইসমাইল হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির শহীদুল হক শাহীন, মাদকের পরিদর্শক সানোয়ার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি জোমসেদ আলী প্রমূখ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …