শুক্রবার , জানুয়ারি ১০ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / পাবনা / ঈশ্বরদীতে অটোরিক্সা ছিনতাই

ঈশ্বরদীতে অটোরিক্সা ছিনতাই


নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী:

ঈশ্বরদী-দাশুড়িয়া সড়কের হারুখালীর মাঠ নামক স্থানে সোমবার রাতে চালকের বুকে অস্ত্র ঠেকিয়ে যাত্রীবেশী ৩ ছিনতাইকারী একটি অটোরিকশা ছিনতাই করেছে। ছিনতাই করে যাবার সময় চালক দুলাল শেখ (৩০)কে পার্শ্ববর্তী জংগলের মধ্যে ছুঁড়ে ফেলে চলে যায় ছিনতাইকারীরা। ছিনতাই হওয়া অটোরিকশার মালিক ও চালক ঈশ্বরদী পৌর এলাকার ১ নং ওয়ার্ডের বাসিন্দা হারেজ উদ্দীনের ছেলে দুলাল উদ্দীন শেখ ।

জানা যায়, গতকাল সাঁঝরাতে ছিনতাইকারীরা নতুন হাট থেকে অটোরিকশাটি রিজার্ভ করে ঈশ্বরদী উপজেলার বিভন্ন এলাকায় ঘোড়ার জন্য। সে মোতাবেক ঘোরাঘুরির এক পর্যায়ে অরনখোলা থেকে ঈশ্বরদী অভিমুখে যাবার পথে উল্লেখিত স্থানে এ ঘটনা ঘটে। ঘটনার পর অটোরিকশার মালিক সংজ্ঞাহীন অবস্থায় জংগলের মধ্যে পরে থাকে দীর্ঘক্ষন। জ্ঞান ফিরলে চিৎকার করতে থাকে। ততক্ষণে ছিনতাইকারীরা নিরাপদ দুরত্বে পালিয়ে যায়।

আরও দেখুন

সিংড়ায় কৃষকের নির্মাণাধীন ঘর

ভেঙ্গে দিলো প্রতিপক্ষরা নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় কৃষক মাসুদের নির্মাণাধীন ঘর ভেঙ্গে দিয়েছেপ্রতিপক্ষরা। চাঁদা না …