নিজস্ব প্রতিবেদক, রাণীনগর:
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নওগাঁর রাণীনগরের ৮টি ইউনিয়নে অতি দরিদ্র, অসহায় ও দু:স্থ্য ১৪হাজার ৮২৫ জনের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে প্রতিটি ইউনিয়নে মোট ১৪৮.২৫০মেট্রিকটন চাল বিতরণ করা হয়।
রাণীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান বলেন, দূর্যোগ ব্যবস্থাপনা শাখার ভিজিএফ কর্মসূচীর আওতায় বিনা মূল্যে প্রতিজনকে ১০কেজি করে চাল দেয়া হয়েছে।
এর মধ্যে রাণীনগর খট্রেশ্বর ইউনিয়নে ২হাজার ৪৬৮জন, কাশিমপুর ইউনিয়নে ১হাজার ৫৫৪জন, গোনা ইউনিয়নে ১হাজার ৫১৭জন, পারইল ইউনিয়নে ২হাজার ৪৩জন, বড়গাছা ইউনিয়নে ১হাজার ৮৩০জন,কালীগ্রাম ইউনিয়নে ১হাজার ৮৯০জন, একডালা ইউনিয়নে ২হাজার ৬০জন ও মিরাট ইউনিয়নে ১হাজার ৪৬৩জনকে এই চাল দেয়া হয়েছে।
আরও দেখুন
সিংড়ার শুকাশ ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলার শুকাশ ইউনিয়নে সেটআপ প্রোগ্রাম (কমিটি গঠন) সম্পন্ন হয়েছে। …