মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / ঈদ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রি পেলেন আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ৫শ দুঃস্থ ও অসহায় পরিবার

ঈদ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রি পেলেন আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ৫শ দুঃস্থ ও অসহায় পরিবার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ৫শ দুঃস্থ ও অসহায় পরিবারকে ঈদুল আযাহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

আজ বৃস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের সল্লা, বাবুডাইং ও অফির্সাস ক্লাব প্রঙ্গণে ৫শ দুঃস্থ ও অসহায় পরিবারগুলোর হাতে এসব উপহার তুলে দেন জেলা প্রশাসক একেএম গালিভ খান ও তার স্ত্রী মাহফুজা সুলতানা।

প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি লবণ, ১ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, দুধ, সাবান।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক জাকিউল ইসলাম, সদর উপজেলর নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান, এনডিসি তৌফিক আজিজ, এসিল্যান্ড নাইমা খান, সহকারী কমিশনার মিঠুন মৈত্র, ডা. রেশমা খাতুন, প্রভাতী মাহাতো, বালিয়াডাঙ্গা ইউপি চেয়ারম্যান কমল, ঝিলিম ইউনিয়নের চেয়ারম্যান লুৎফল হাসানসহ অন্য কর্মকর্তারা।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …