সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / ঈদ উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ঈদ উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ

নাটোরের গুরুদাসপুরে আসন্ন ঈদ উপলক্ষে গুরুদাসপুর থানার দুই ইউনিয়ন ও পাশ্ববর্তী সিংড়ার থানার একটি ইউনিয়নের পাঁচ শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সরকার অনুমোদিত খুচরা সার ডিলার মেসার্স শাহিন ট্রেডার্স ।

সকালে বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী ব্রিজঘাট সংলগ্নে নিজ প্রতিষ্ঠান হতে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উক্ত বিতরণ কার্যে মেসার্স শাহিন ট্রেডার্স এর সত্তাধিকারী শাহিন তার নিজ উপজেলার দুই ইউনিয়ন বিয়াঘাট ও নাজিপুর এবং পাশ্ববর্তী সিংড়া থানার চামারী ইউনিয়নের অসহায় পাঁচ শতাধিক মানুষের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করেন।

উদ্যোক্তা শাহিন জানান.তিনি প্রতিবছর ছোট পরিসরে এমন উদ্যোগ গ্রহণ করে থাকেন। কিন্তু এবছর দেশের মধ্যে করোনা মহামারীতে অনেক মানুষ কর্মহীন হয়ে জীবনযাপন করায় সেই সকল অসহায় কর্মহীন মানুষের খাদ্য সহায়তায় আমার এমন উদ্যোগ।

এসময় তার বাবা আব্দুল জলিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …