শনিবার , জানুয়ারি ১১ ২০২৫
নীড় পাতা / জাতীয় / ঈদে এক লাখ ৩৩০ মেট্রিক টন চাল বরাদ্দ

ঈদে এক লাখ ৩৩০ মেট্রিক টন চাল বরাদ্দ

নিউজ ডেস্ক:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে খাদ্যশস্য সহায়তা প্রদানের লক্ষ্যে উপজেলা এবং পৌরসভাওয়ারি বিতরণের জন্য সরকার এক লাখ তিনশ’ ত্রিশ দশমিক পাঁচ চার শূন্য মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে। দেশের সকল জেলা প্রশাসকদের (ডিসি)নামে বরাদ্দের চিঠি পাঠানো হয়েছে। গতকাল সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ প্রদান করা হয়। ভিজিএফ কর্মসূচির আওতায় সারা দেশের ৬৪ টি জেলার ৪৯২ টি উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩ টি এবং ৩২৯ টি পৌরসভার জন্য ১২ লাখ ৫৩ হাজার ৮৫১টিসহ সর্বমোট ১ কোটি ৩৩ লাখ ৫৪০ টি ভিজিএফ কার্ডের বিপরীতে কার্ডপ্রতি ১০ কেজি হারে চাল প্রদানের লক্ষ্যে এ বরাদ্দ প্রদান করা হয়। ভিজিএফ বরাদ্দের ক্ষেত্রে দুস্থ ,অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা প্রদান করতে হবে। তবে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। একই সাথে ভিজিএফ চাল আগামী ২৮ এপ্রিলের মধ্যে বিতরণ নিশ্চিত করতে জেলা প্রশাসকগণকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

আরও দেখুন

আওয়ামী লীগ কর্মীর চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুর ও সিংড়ার সিমান্তবর্তী দুই এলাকাবাসী আওয়ামী লীগ কর্মীর চাঁদাবাজি ও সন্ত্রাসী …