মঙ্গলবার , এপ্রিল ১ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / ঈদের বাজার করে বাড়ি ফেরা হলোনা মাইদুলের

ঈদের বাজার করে বাড়ি ফেরা হলোনা মাইদুলের

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে প্রাইভেটকার ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাইদুল ইসলাম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় সবুজ নামের আরো একজন আহত হয়েছেন।
শুক্রবার (২৮মার্চ ২০২৪) বিকেলে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের গৌরীপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইদুল ইসলাম উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া গ্রামের হাজী মোঃ ইউনুস আলীর ছেলে ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারি হিসাবে কর্মরত ছিলেন এবং  আহত সবুজ একই গ্রামের মহোসিন আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায় মাইদুল ইসলাম বিকেলে ঈদের বাজার করে মোটর সাইকেল যোগে আরামবাড়ি বাজার থেকে বাড়ি ফেরার পথে গৌরীপুর কেন্দ্রীয় জামে মসজিদের নিকট পৌছালে বিপরীত দিকে থেকে কুষ্টিয়াগামী সাদা রঙ্গের (ঢাকা মেট্রো-গ ৩৯-১৪৩৬) দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সাময়িক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার ওয়ালিউজ্জামান জানান মাথায় মারাত্নক আঘাত জনিত কারণে তাকে সাময়িক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। আহত সবুজকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত মাইদুলের ভাই রুবেল জানান মাইদুল ঈদের ছুটিতে বাড়িতে এসে আরামবাড়ি বাজার থেকে ঈদের বাজার করে বাড়ি ফেরার পথে গৌরীপুরে পৌছালে বীপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী একটি প্রাইভেট কারের সাথে মোটর সাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হয়। স্থানীয়দের মাধমে মুঠোফোনে জানার পর লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানতে পারি মাইদুলের মাথায় গুরুতর আঘাতের কারণে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন। তাকে রাজশাহী কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাজশাহী বর্ণালীর মোড় এলাকায় সাড়ে পাঁচটার দিকে তার মৃত্য হয়েছে বলে নিশ্চিত করেছেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক কালবেলাকে জানান বিকেলে মোটর সাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছে। পরে মাইদুল নামের একজনকে মুমুর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। দূর্ঘটনা কবলিত মোটর সাইকেল ও প্রাইভেটকারটি থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

আরও দেখুন

নন্দীগ্রামে সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের যাকাতের টাকা বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রাম (বগুড়া): বগুড়ার নন্দীগ্রামে গরীব-দুস্থদের মাঝে বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *