শনিবার , নভেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / ঈদের পরে নাটোরে লকডাউনের কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ঈদের পরে নাটোরে লকডাউনের কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক:
ঈদের পরে নাটোরে লকডাউনের কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে পুলিশ সদস্যরা। লকডাউনের কঠোরতা পর্যবেক্ষণ করতে মাঠে রয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই রাস্তায় বের হতে দিচ্ছেন না। যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে চেক পোষ্ট গুলোতে।

এদিকে নিত্যপণ্যের দোকানপাট ছাড়া সকল দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কঠোর লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান রয়েছে। এদিকে ঈদের তৃতীয় দিনে এসে লকডাউনের প্রথম দিনে রাস্তা ঘাট অনেক ফাঁকা দেখা গেছে। করোনা সংক্রমনের হার এবং মৃত্যুর হার ঊর্ধ্বমুখী থাকায় সারা দেশব্যাপী কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও দেখুন

নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জনকে গ্রেফতার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *