নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,বগুড়ার নন্দীগ্রামে বাস চাপায় শামীমা আকতার (৩৫) নামে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নিহত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকেল ৫টার দিকে নন্দীগ্রাম উপজেলার কুন্দরহাট বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীমা নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের পেং বোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকা হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি বুড়ইল ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিমের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে ঈদের কেনাকাটা করে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড থেকে ইফতারি কিনে নিয়ে আব্দুল হাকিম তার স্ত্রী শামীমা আকতার ও ছেলে সানজিলকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে মহাসড়ক পারাপারের হচ্ছিলো। সেসময় বগুড়াগ্রামী সেঞ্চুরি নামে একটি দ্রুতগতির বাস ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তিনজনই ছিটকে পড়ে যায়। এতে তারা ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। তখন স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথেই শিক্ষিকা শামীমা আকতারের মৃত্যু ঘটে। এরপর আব্দুল হাকিম ও তার ছেলে সানজিলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়।
এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান বলেন, বগুড়া থেকে ফেরার পথে কুন্দারহাট বাসস্ট্যান্ডে বাস চাপায় স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে এবং তার স্বামী ও ছেলে গুরুতর আহত হয়। বাসটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে কিন্তু ঘাতক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।