নিজস্ব প্রতিবেদক:
নাটোরের হালসায় বর্তমান করোনা মহামারীতে অসহায় খেটে খাওয়া মানুষের জন্য ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করা হয়েছে। বর্তমান করোনা ভাইরাস প্রাদুর্ভাবে অসহায় খেটে খাওয়া দরিদ্রদের মাঝে এক হাজার নয়শত বাহান্ন পরিবারকে দশ কেজি চাউল বিতরণ করা হচ্ছে।
চাউল বিতরণ কার্যক্রমে সার্বিক তদারকি করেন হালসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম প্রাং। ২৭ শে জুলাই নাটোর জেলার নাটোর সদর উপজেলাধীন হালসা ইউনিয়নের ১৯৫২ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। উক্ত বিতরণ কার্যক্রম হালসা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০ টার দিকে উদ্বোধন করেন, ৭নং হালসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম প্রাং।
উদ্বোধন কালে তিনি হালসা ইউনিয়নের সকল উপকারভোগিদের সামনে রেখে হ্যান্ডমাইক নিয়ে করোনাকালীন সময়ে নিজেদেরকে সতর্কতার সহিত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। নিয়মিত সাবান দিয়ে হাত ধৌত করা, মাস্ক ব্যবহারসহ বিভিন্ন রকমের দিকনির্দেশা প্রদান করেন এবং যেকোন সময় জনগনের বিপদাপদে পাশে থাকার আশ্বাস দেন। তিনি উপস্থিত সকলকে হতাশাগ্রস্ত না হয়ে ধৈর্য সহকারে দূরত্ব বজায় রেখে করোনার ভয়াল থাবা থেকে নিজেদের বাঁচিয়ে রাখার জন্য সতর্ক থাকার অনুরোধ করেন। প্রতিনিয়ত মাস্ক ব্যবহার করার জন্য উৎসাহ প্রদান করেন।
অসহায় জনগণ এমন কষ্টের সময়ে ১০ কেজি চাউল পেয়ে খুবই আনন্দিত হয়েছেন বলে অধিকার বঞ্চিত মানুষরা জানান।