নিজস্ব প্রতিবেদক, দুপচাঁচিয়া:
আগামীকাল ২১ শে জুলাই মঙ্গলবার মুসলিম ধর্মের বড় উৎসব ঈদুল আযহা (কোরবানী-ঈদ) অনুষ্ঠিত হবে। এই উৎসবকে ঘিরে দেশের বিভিন্ন এলাকা থেকে কর্মজীবি মানুষ বাড়ীর টানে বাবা মা আত্মীয়দের সঙ্গে ঈদ করার জন্য আসতে শুরু করেছে। এর মধ্যে এক শ্রেণীর অসাধুব্যক্তি বড় ধরনের ঘটনা যাতে না ঘটতে পারে যেমন- চুরি, ছিনতাই,ডাকাতি এর জন্য বগুড়া পুলিশ সুপার মহাদয়ের নির্দেশনায় দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাসান আলীর নের্তৃত্বে থানার ৬টি ইউনিয়নের বিট অফিসারদেরকে স্ব-স্ব এলাকায় বিট পুলিশিং এর মাধ্যমে অত্র এলাকার ৬/৭ জন করে স্বেচ্ছাসেবক কর্মি নিয়ে সার্বক্ষনিক তদারকি করার জন্য বলা হয়েছে।
উল্ল্যেখ, বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা বৃহৎ ব্যবসায়ী প্রতিষ্ঠান যেখানে বিভিন্ন অঞ্চল হইতে উৎসবের কেনা-কাটার জন্য এসেছে এবং সব সময় মার্কেটগুলো মানুষ জনের ভীড় লেগে আছে আর মার্কেটের সামনে দিয়ে বগুড়া নওগাঁ মহা সড়ক দুই পার্শ্বে সারাদিন জানজোট লেগেই থাকে এর কারণে ক্রাইম হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এ অবস্থায় উৎসবকে ঘিরে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সবাই যেন এক সঙ্গে ঈদুল আযহা উৎসব পালন করতে পারে।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …