শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / চাঁপাইনবাবগঞ্জ / ঈদুল আজাহার আগেই চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বনলতা এক্সপ্রেস ট্রেন চালু হবে … রেলপথ মন্ত্রী

ঈদুল আজাহার আগেই চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বনলতা এক্সপ্রেস ট্রেন চালু হবে … রেলপথ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
আগামী ঈদুল আজাহার আগেই চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত বিরতিহীন আন্তঃনগর ট্রেন ‘বনলতা এক্সপ্রেস’ চালু হবে বললেন রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন।

আজ শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরের রেলপথ সম্প্রসারণ প্রকল্প ও রেলষ্টেশন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরসহ দেশের যেসব এলাকায় এখনো রেল চালু হয়নি’ সেসব এলাকায় অতিদ্রুত রেলপথ চালু করার উদ্যোগ নেয়া হয়েছে।’

রেলপথ মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জ বাসীর দীর্ঘদিনের দাবি, সোনামসজিদ স্থলবন্দরের রেলপথ সম্প্রসারণের কাজ অতিদ্রুত শুরু হবে। এজন্য পার্শ্ববতী দেশ ভারতের সাথে আলোচনা সাপেক্ষে মালদা পর্যন্ত রেলপথ সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

পরিদর্শন শেষে সোনামসজিদ স্থলবন্দরে এক মতবিনিময় সভায় যোগ দেন মন্ত্রী। এ সময় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, সংরক্ষিত মহিলা এমপি ফেরদৌসী ইসলাম জেসী, জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দীন মন্ডল, সাধারাণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদসহ বিভিন্ন স্তরের নেত-কর্মী ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনের কাজ পরিদর্শন করেন এবং চাঁপাইনবাবগঞ্জ বাসীর জন্য বনলতা এক্সপ্রেসে ২৭৬টি আসন বরাদ্ধের ঘোষনা দেন গণমাধ্যমের সামনে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …