সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ঈদযাত্রা ও হাটের শৃঙ্খলায় ট্রাফিক পুলিশের ২৪ নির্দেশনা

ঈদযাত্রা ও হাটের শৃঙ্খলায় ট্রাফিক পুলিশের ২৪ নির্দেশনা

নিউজ ডেস্ক:

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নির্বিঘ্ন বাড়ি ফেরা ও কোরবানির পশুর হাটের শৃঙ্খলায় ২৪টি নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ। রোববার (২৫ জুন) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এসব নির্দেশনার কথা জানানো হয়েছে।

নিদের্শনাগুলোর মধ্যে- হাটে ট্রাক থেকে গরু নামানো এবং বিক্রির সময়ে সড়ক মহাসড়কে ট্রাফিক ম্যানেজমেন্ট ব্যাহত না হওয়া। নৌপথে ট্রলারে কোরবানির পশু সুশৃঙ্খলভাবে হাটে যাওয়ায় যথাযথ নজরদারি। গরুর হাটকেন্দ্রিক স্বাচ্ছন্দ্য যাতায়াতে পার্কিংয়ের সুব্যবস্থা নিশ্চিত। সিটি কর্পোরেশন, হাট ইজারাদার, পরিবহন মালিক, শ্রমিক নেতাদের সঙ্গে সমন্বয়। শৃঙ্খলার জন্য মোবাইল কোর্ট পরিচালনা। যাত্রী পরিবহন ও পশুবহনকারী গাড়ির চলাচল সুশৃঙ্খল করা। দূর পাল্লা ও আন্তঃজেলা পরিবহনে রাস্তায় না দাড়িয়ে টার্মিনালের ভেতরে অবস্থান। ঈদের আগের ৩ দিন কোনো ভারী যানবাহন ঢাকা মহানগরীতে না ঢোকার বিষয়ে দৃষ্টি আরোপ। গুরুত্বপূর্ণ রেল স্টেশন ও বিমানবন্দর কেন্দ্রিক রুটের চলাচল ঠিক রাখা। অপরিচিত ব্যক্তির কাছ থেকে কিছু না খাওয়া। দূরপাল্লার যাতায়াতে হেলমেট পড়া। এছাড়া আনফিট/রুট পারমিট বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চলমান থাকার বিষয় উল্লেখযোগ্য। 

এসব বিষয়ে কোন প্রয়োজনে ট্রাফিক কন্ট্রোল রুম ০১৭১১-০০০৯৯০ অথবা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করতে অনুরোধ করা হয়।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …