শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ঈদকে সামনে রেখে নাটোরের মার্কেট গুলোতে উপচে পড়া ভীড়- মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

ঈদকে সামনে রেখে নাটোরের মার্কেট গুলোতে উপচে পড়া ভীড়- মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

নিজস্ব প্রতিবেদক:
ঈদকে সামনে রেখে নাটোরের মার্কেট গুলোতে ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভীড় লেগেই রয়েছে। সরকারী নির্দেশনা মেনে শপিংমল সহ সকল বিপনি বিতান খুলে রাখার ঘোষনা দেয় সরকার। কিন্তু নাটোরের কোন মার্কেটেই কোন ভাবেই মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি সহ সামাজিক নিরাপদ দুরত্ব।

ক্রেতারা বলছেন, ঈদ উপলক্ষ্যে তারা পরিবার পরিজন নিয়ে বাজার করতে এসেছেন। যদি সরকার আবার দোকানপাট বন্ধের ঘোষনা দেয় তাহলে আর কেনা হবেনা। সেকারনে তারা আগেই এসেছেন পোশাক সহ অন্যান্য জিনিসপত্র কিনতে।

আর দোকান মালিকরা বলছেন তারা শত চেষ্টা করেও এমনকি ক্রেতাদের সাথে খারাপ ব্যাবহার করেও তাদের স্বাস্থ্যবিধি মানাতে পারছেন না। কেউ কোন কথা শুনছেন না বা নিরাপদ দুরত্ব বজায় রাখছেন না। এদিকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজারে স্বাস্থ্যবিধি মানাতে অভিযান করা হচ্ছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …