শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ইসির দ্বিতীয় সংলাপে আমন্ত্রণ ৩৯ বিশিষ্ট ব্যক্তিকে

ইসির দ্বিতীয় সংলাপে আমন্ত্রণ ৩৯ বিশিষ্ট ব্যক্তিকে

নিউজ ডেস্ক:
দেশের ৩৯ জন বিশিষ্ট ব্যক্তিকে আগামীকাল মঙ্গলবারের সংলাপে আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তাদের বেশির ভাগই শিক্ষাবিদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে এবার সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সংলাপে বসতে এই আমন্ত্রণ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের এটি হবে সংলাপের দ্বিতীয় সভা। প্রথম সভায় দেশের ৩০ জন শিক্ষাবিদকে আমন্ত্রণ জানালেও ১৩ জনই সাড়া দেননি।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচনগুলো কিভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা যায়, সে বিষয়ে সংলাপে অংশগ্রহণকারীদের কাছ থেকে আমরা মতামত শুনব। তাদের কাছ থেকে পরামর্শ নেবো। ইতোমধ্যে সংলাপে আমন্ত্রণ জানিয়ে ইসি সচিবালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে বুদ্ধিজীবী, নির্বাচন পর্যবেক্ষক, সাংবাদিকদের সাথেও সংলাপে বসার পরিকল্পনা রয়েছে কমিশনের।
ইসির সংলাপে আমন্ত্রণ পাওয়া সুশীল সমাজের ৩৯ জন প্রতিনিধি হলেনÑ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, ড. মির্জ্জা আজিজুল ইসলাম, অ্যাডভোকেট সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরী, ড. হোসেন জিল্লুুর রহমান, এম হাফিজ উদ্দিন খান, আব্দুল মুয়ীদ চৌধুরী, বেগম রোকেয়া এ রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য, সিনিয়র আইনজীবি ড. শাহদীন মালিক, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, অর্থনীতিবিদ অধ্যাপক ড. কাজী খলীকুজ্জমান, অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারাকাত, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ওয়ালি উর রহমান, ড. সৈয়দ আনোয়ার হোসেন, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, নিজেরা করি’র কো-অর্ডিনেটর খুশী কবির, সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, বাংলাদেশ ইনডিজিনিয়াস পিপলস ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, সাবেক রাষ্ট্রদূত এ এফ এম গোলাম হোসেন, সাবেক সচিব আব্দুল লতিফ মণ্ডল, গভর্নেন্স অ্যান্ড রাইট সেন্টারের প্রেসিডেন্ট ড. জহুরুল আলম, সাবেক পররাষ্ট্র সচিব মহিউদ্দিন আহমেদ ও মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বেগম শাহীন আনাম।
আমন্ত্রিতের তালিকায় আরো আছেনÑ গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান ড. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর আমেনা মহসিন, অধ্যাপক ড. কাবেরী গায়েন, অধ্যাপক রোবায়েত ফেরদৌস, অধ্যাপক ড. এস এম শামীম রেজা, অধ্যাপক ড. শেখ হাফিজুর রহমান, সিপিডির সম্মানিত ফেলো অধ্যাপক রওনক জাহান, অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. সিনহা এম এ সাঈদ এবং লেখক গবেষক মহিউদ্দিন আহমেদ।
এর আগে ২০১৭ সালে কে এম নুরুল হুদা কমিশনও দায়িত্ব নেয়ার পর সমাজের বিভিন্ন মহলের সাথে সংলাপে বসেছিলেন। ওই বছরের ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বসার মধ্য দিয়ে সংলাপ শুরু হয়েছিল। পরবর্তী সময়ে নুরুল হুদা কমিশন ৪০টি রাজনৈতিক দল, নারী নেতৃত্ব, নির্বাচন বিশেষজ্ঞ ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে সংলাপে বসে। এবারের নতুন কমিশন দায়িত্ব নেয়ার ১৫ দিনের মধ্যে সংলাপ শুরু করেছে।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …