নন্দীগ্রামে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ফিলিস্তিনে মুসলমানদের গণহত্যার প্রতিবাদ ও দখলদার ইসরায়েলের সকল পণ্য বয়কটের সমর্থনে বগুড়ার নন্দীগ্রামে তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) বাদ আছর উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আশা শতশত তৌহিদী জনতা এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। বিক্ষোভকারীরা ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এই হামলা বন্ধের দাবি জানান। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ধুন্দার অটোস্ট্যান্ডে এসে শেষ হয়।
পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নন্দীগ্রাম উপজেলার ওলামা বিভাগের সেক্রেটারী মাওলানা জহুরুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা আইম্মা পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক, নন্দীগ্রাম উপজেলা ওলামা বিভাগের মাওলানা ওমর ফারুক বিন হাবিবী, মাওলানা সুলতান মাহমুদ, মাওলানা সেলিম হোসেন, আলহাজ্ব শাহজাহান আলী, মুফতি জিয়াউর রহমান, ধুন্দার কওমী মাদ্রাসার মুহতামিম আবুল খায়ের ও ব্যবসায়ী আতিকুর রহমান প্রমুখ। এরপর দোয়া ও মোনাজাত করা হয়।