বুধবার , ডিসেম্বর ২৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নলডাঙ্গা / ইভটিজিংয়ের দায়ে যুবককে কারাদন্ড প্রদান করলো ভ্রাম্যমাণ আদালত

ইভটিজিংয়ের দায়ে যুবককে কারাদন্ড প্রদান করলো ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিদবেদক, নলডাঙ্গা:
নাটোরের নলডাঙ্গায় নবম শ্রেণীর  এক শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২০ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার পাটুল হাপানিয়া স্কুল এন্ড কলেজের সামনে মিরাজুল ইসলাম অপু (১৯) নামের এক যুবককে এ দন্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত মিরাজুল উপজেলার ঠাকুর লক্ষ্মীকুল গ্রামের বদর উদ্দিনের ছেলে। 

সূত্রে জানা যায়, বেশ কিছুদিনদিন যাবত  মিরাজুল ইসলাম পাটুল হাপানিয়া স্কুল এন্ড কলেজের ওই ছাত্রীকে পথ অবরোধ করে উত্তপ্ত করতো।  এছাড়া ফোনেও বিভিন্ন সময় বিরক্ত করতো। এবং শিক্ষার্থীর পরিবারকেও বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে আসছিল।এক পর্যায়ে গতকাল শিক্ষার্থীর বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে। অন্যান্য দিনের মতো আজও ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার সময় স্থানীয়দের নজরে আসে পরে তা স্থানীয়রা তাৎক্ষণিক উপজেলা প্রশাসনকে জানায়। 

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় দণ্ডপ্রাপ্ত মিরাজুল নিজের দোষ স্বীকার করে নেয় ।এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করিম উদ্দিন ও অন্যান্য ইউপি সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার ‘নারদ বার্তকে’ বলেন,  ইভটিজিং, বাল্যবিবাহসহ যেকোনো অসামাজিক কাজের জন্য জিরো টলারেন্স। এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। 

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …