শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ইন্দোনেশিয়ায় দলগত শুটিংয়ে বাংলাদেশের ব্রোঞ্জ

ইন্দোনেশিয়ায় দলগত শুটিংয়ে বাংলাদেশের ব্রোঞ্জ

নিউজ ডেস্ক:
ইন্দোনেশিয়ায় ব্যক্তিগত সাফল্যের পর দেশকে দলগত পদক জয়েও পথ দেখালেন নাফিসা তাবাস্সুম। আইএসএসএফ গ্রাঁ প্রি’র ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগত বিভাগে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় শুক্রবার ১০ মিটার এয়ার রাইফেলের এই ইভেন্টে বাংলাদেশের দুটি দল অংশ নেয়, বাংলাদেশ ১ ও ২।

ব্রোঞ্জ পদকের জন্য আলাদা কোনো ম্যাচ হয়নি। চারটি করে দল নিয়ে হওয়া দুই সেমি-ফাইনালের মধ্যে তৃতীয় সর্বোচ্চ ৪৭ পয়েন্ট পেয়ে পদকটি জেতে নাফিসা ও আলি মোহাম্মদকে নিয়ে গড়া দল বাংলাদেশ ১।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …