রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / পূর্ববঙ্গ / ইজিবাইকের চাপায় গৃহবধূর মৃত্যু

ইজিবাইকের চাপায় গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, শেরপুর:          
শেরপুরের ঝিনাইগাতীতে ইজিবাইকের নিচে চাপা পরে ইরানী বেগম (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে ২৯ জুন সোমবার দুপুরে উপজেলার হাতিবান্দা ইউনিয়নের মারুয়াপাড়া গ্রামে।  নিহত গৃহবধু ইরানী বেগম হাতিবান্দা পিছনপাড়া গ্রামের মুক্তার আলীর স্ত্রী। 

স্হানীয়বাসিন্দারা জানায়, ইরানী বেগম সোমবার দুপুর ১ টার দিকে স্হানীয় ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডি কার্ডের চাল নিয়ে অন্যান্য নারীদের সাথে ব্যাটারি চালিত ইজিবাইকে বাড়ি ফিরছিল। তেতুলতলা, কাঠালতলী সড়কের মারুয়াপাড়া নামকস্হানে  রাস্তার ভাঙ্গা অংশে ধাক্কা খেয়ে বাইকটি উল্টে খাদে পরে য়ায। 

এসময় ইজিবাইকটি ও বাইকে থাকা চালের বস্তার নিচে চাপা পরে গুরুতরভাবে আহত হয় ইরানী বেগম। আহত ইরানী বেগমকে শেরপুর জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …