বুধবার , জানুয়ারি ১৫ ২০২৫
নীড় পাতা / উন্নয়ন বার্তা / ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে রাউজানে খাবার বিতরণ

ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে রাউজানে খাবার বিতরণ

তোহিদুল ইসলাম:
অদ্য ১৮ নবেম্বর রাউজান মুন্সিরঘাটা হতে ফকিরহাট এলাকায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে ১০০ সুবিধাবঞ্চিত ও পথচারীর মাঝে খাবার বিতরণ করা হয়।

ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার সভাপতি আরিফুল ইসলাম হৃদয়ের নেতৃত্বে তহিদুল ইসলাম রিয়াদ ও তানবিরুল ইসলাম এর সমন্বয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এই কর্মসূচী বাস্তবায়ন করা হয়। উক্ত কর্মসূচী বাস্তবায়নে সার্বিক সহযোগীতা প্রদান করেন রুবেল, জুয়েল, পলাশ, নীলয় সহ আরো অনেকে।

করোনার এই ক্রান্তিলগ্নকালে ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে বিভিন্ন জেলায় এই কর্মসূচী বাস্তবায়ন করা হয় বলে জানা যায়। বৈশ্বিক মহামারি করোনা’র ক্রান্তিলগ্ন এই পরিবেশে সৎ ইচ্ছার জাগরণে আমজনতার পাশে ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার তারুণ্যের দল সর্বদা প্রস্তুত থাকবে।

আরও দেখুন

বিস্মৃত কবি সাংবাদিক গজেন্দ্রনাথ কর্মকার – প্রাবন্ধিক, ঐতিহাসিক সমর পাল

নিজস্ব প্রতিবেদক:,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের কবি গজেন্দ্রনাথ কর্মকার, কাব্যরত্ন, সাহিত্যতীর্থ (১৯১২ – ১৯৭৭) আজ নাটোরবাসীর কাছেই বিস্মৃত। …