রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / বিনোদন / ইচ্ছা’র বিজয় দিবসে অন্যান্য আয়োজন

ইচ্ছা’র বিজয় দিবসে অন্যান্য আয়োজন

নিজস্ব প্রতিবেদক,
আয়োজন বিজয় দিবস উপলক্ষ্যে প্রগতিশীল স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস পালন করেন চট্টগ্রামস্থ আগ্রাবাদ কর্মাস কলেজ মোড়ে। উক্ত কর্মসূচীতে ৬০০জনের ফ্রী রক্তগ্রুপ নির্ণয়, ২০০জনের ফ্রী ডায়াবেটিকস পরিক্ষা,প্রেসার চেক, মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন বই নিয়ে বইমেলা, রক্তদান কর্মসূচী, মুক্তিযুদ্ধা নিয়ে প্রদর্শনী, সেইকালের ঐতিহ্যি নিয়ে প্রদর্শন, বাচ্চাদের খেলাধুলা সহ আরো আয়োজন ছিল। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৮নং ওয়ার্ড কাউন্সিলর জনাব আলহাজ্ব আব্দুল কাদেরের সার্বিক সহযোগীতায় এবং কর্মাস কলেজ ছাত্রনেতা মাকসুদুর রহমান হৃদয় ও সংগঠনের সভাপতি মোঃ আরিফুল ইসলাম হৃদয়ের সমন্বয়ে আয়োজিত এই মহতি কর্মসূচীতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দীন কুতুবী, যুগ্ম সম্পাদক সাইফুল করিম বাবর ও সানজিদা নাসরিন, সম্পাদক মল্ডলির সদস্য এইচ কে রিদয়, মহসিন দূর্জয়, ক্লিনটন দাশ, জুয়েল মজুমদার, তৌহিদুল ইসলাম রিয়াদ, মিথিলা দেবী, তাপস, জয়, রকি, মামুন সিদ্দিকি, রোকসানা আক্তার, নেজাম, স্রুতি দে, ফারজানা আক্তার,তাজুল,ইমন,নেজাম প্রমুখ। সৎ ইচ্ছার জাগরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান ইচ্ছা পরিবার।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …