রবিবার , নভেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / ইউপি নির্বাচনে চেয়ারম্যান দোলনকে নৌকা প্রতীক দেওয়ার দাবী

ইউপি নির্বাচনে চেয়ারম্যান দোলনকে নৌকা প্রতীক দেওয়ার দাবী

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুরে আসন্ন ৩নং খুবজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে খুবজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টায় শ্রীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুবজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস বি.এ।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম দোলনের আহব্বানে অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মুঠোফোনের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ালীগ সভাপতি মো. আব্দুল কুদ্দুস এমপি। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান, আওয়ামী লীগ নেতা এনামুল হক পিন্টু,পি.এম লুৎফর রহমান, ছাত্রলীগ নেতা সালমান শুভ প্রমুখ। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলনের নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকান্ড ও সফলতা তুলে ধরে প্রশংসা করেন। সেইসাথে চেয়ারম্যান দোলনকে আবারো নৌকা প্রতীক দেওয়ার জন্য দাবি জানান মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে। অনুষ্ঠানে উপস্থিত হাজারো জনতা স্বতস্ফুর্তভাবে দোলনকে সমর্থন করেন এবং তাকেই নৌকা প্রতীকে নির্বাচন করার সুযোগ করে দেওয়ার দাবি করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া ও সমর্থন চান। এবং আবারো নৌকা প্রতীকে নির্বাচন করে বিজয়ী হয়ে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে ইউনিয়নকে রোল মডেলে রুপান্তর করতে চান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুবাশিষ কবির।

আরও দেখুন

মিথ্যা মামলা থেকে খালাস বাগাতিপাড়ার দুই সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় মারামারি ও চাঁদাবাজির মিথ্যা মামলা থেকে খালাস পেলেন দুই সাংবাদিক। রবিবার …