বুধবার , জানুয়ারি ৮ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর:
নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নে পুর্ব শত্রুতার জেরে ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন ভুট্টুর আপন ফুফাত শাজাহান (৬৫) ভাইকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেছে একই গ্রামের ইযাকুব ও তার বাহিনীরা।

ভুক্তভোগী শাজাহানের ছেলে ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টার দিকে আমার বাবা শাজাহান নিজ বাড়ী হতে চাপিলা বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওয়না হলে ইউনিয়নের চাপিলাস্থ চৌরাস্তা মোড়ে পৌঁছলে পথ রোধ করে ইয়াকুব ও তার বাহিনীরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। শাজাহান চিৎকার করলে ছেলে সজিব ও স্থানীয়রা ছুটে আসলে সবাই পালিয়ে যায়। পরে ছেলে সজিব স্থানীয়দের সহায়তায় নিজ বাবাকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো.মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ সংক্রান্ত একটা অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

সিংড়ায় সাবেক মেয়রের শামীম আল রাজি’র মৃত্যুবার্ষিকী পালিত 

নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক শামীম …