সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ইউপি চেয়ারম্যান আরিফের ৮০টি ফুটবল বিতরণ

ইউপি চেয়ারম্যান আরিফের ৮০টি ফুটবল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফের উদ্যোগে ইটালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ৮০ টি ফুটবলারদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে। রবিবার ২৮ জুন বেলা ১১ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত এসময় খেলোয়াড়দের হাতে ফুটবল তুলে দেয়া হয়।

ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ বলেন, একটি সুন্দর সমাজ গড়তে খেলাধুলার অনেক প্রয়োজন। তবে মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় আমাদের সবাইকে আরও অনেক বেশি সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। খেলাধুলা যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করে। মাদকের কালো থাবা থেকে যুবসমাজকে বাঁচাতে খেলাধুলার কোন বিকল্প নাই। পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে সরকারি নিষেধাজ্ঞা অনুসরণ করার অনুরোধ জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল খাঁ। জি এ সরকারি কলেজের জি.এস বেলায়েত হোসেন, ইউনিয়ন ছাত্রলীগে সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। এছাড়াও যুবলীগ, ছাত্রলীগ সহ ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতা কর্মীরা।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …