নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপলক্ষে প্রচার প্রচারণায় অংশ নিতে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সভা করেছেন। আজ ২০ নভেম্বর শনিবার বিকেলে উপজেলার বুধপাড়া কালীমন্দির প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার ভদ্র এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সভাপতি ও নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উমা চৌধুরী। বিশেষ অতিথি অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি এডভোকেট প্রসাদ কুমার তালুকদার, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব আহমেদ ঝুলফু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, অধ্যক্ষ পরিমল কুমার কুন্ডু প্রমুখ।
বক্তারা আসন্ন ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০টি ইউনিয়নের নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের ভোটারদের প্রতি অনুরোধ জানান।
বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রীর দেয়া মনোনয়নকে সম্মান জানাতে স্বাধীনতার প্রতীককে জেতাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরে নেতৃবৃন্দ সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।
আরও দেখুন
নাটোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৯
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোর বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় ৬টি ট্রাকের সংঘর্ষের ঘটনায় হোসাইন নামের এক ট্রাক …