বুধবার , নভেম্বর ২০ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / ইউএনও এবং এসিল্যান্ডের অপসারণের দাবি

ইউএনও এবং এসিল্যান্ডের অপসারণের দাবি

নিজস্ব প্রতিবেদক,নলডাঙ্গা:হিন্দু সম্প্রদায়ের উপর অন্যায় অবিচারের অভিযোগ করে নাটোরের নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক এবং সহকারী কমিশনার (ভুমি) আশিকুর রহমানের অপসারন ও শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষজন। আজ রবিবার বেলা ১১ টার দিকে উপজেলার নলডাঙ্গা ব্রিজের উপর এই কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, বুদ্ধদেব দাস,বিমল কুমার,শুখি রানী,বিনয় দাস সহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন,আমার পরিবার দীর্ঘদিন যাবত লীজকৃত সম্পত্তিতে ভোগ দখলরত আছি। এই সম্পত্তি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে। উচ্চ আদারতে চলমান সিভিল রিভিশন এ স্টে-অর্ডার বলবৎ আছে। আমাদের দখল এবং পুকুরের মাছ চাষের বিষয়টি গোপন করে মিথ্যা ও ভূয়া তথ্য দিয়ে সহকারি কমিশনার (ভূমি) আশিকুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক সরাসরি আওয়ামীলীগের নেতা কর্মিদের সহযোগিতা করেছেন। আমরা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় হওয়ায় আমাদের সাথে অন্যায়, অবিচার করা হচ্ছে। এসব বিষয়ে পূর্বে বহুবার আমাদেরকে উপজেলা নিবার্হী অফিসার সহায়তার আশ্বাস দিলেও প্রকৃত পক্ষে কোন প্রকার সহায়তা করেনি। আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি এবং নিরাপত্তাহীনতায় দিন যাপন করছি। এই দুই অসাধু কর্মকর্তা নলডাঙ্গা উপজেলা নিবার্হী অফিসার দেওয়ান আকরামুল হক এবং সহকারি কমিশনার (ভূমি) আশিকুর রহমানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান তারা।

আরও দেখুন

সিংড়ায় পাবলিক টয়লেট সংস্কার করলেন ইউএনও 

নিজস্ব প্রতিবেদক সিংড়া…………নাটোরের সিংড়ায় যাত্রী ও জনসাধারণের সুবিধার্থে পাবলিক টয়লেট সংস্কার করলেন ইউএনও মাজহারুল ইসলাম। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *