রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / আ.লীগ নেতা দিলীপ দাস এর মায়ের পরলোকগমন

আ.লীগ নেতা দিলীপ দাস এর মায়ের পরলোকগমন

নিজস্ব প্রতিবেদক:জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দিলীপ দাস এর মা শোভা দাস ৮০ বছর বয়সে বার্ধক্যজনিত রোগে পরলোকগমন করেছেন। রবিবার সকাল সাড়ে সাতটার দিকে বড়গাছা পালপাড়ায় তার নিজ বাসভবনে পরলোকগমন করেন। মৃত্যুর আগে তিনি এক ছেলে এক মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক ও পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি উমা চৌধুরী, সহ-সভাপতি ও নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু, আইন বিষয়ক সম্পাদক ও পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সহ-সভাপতি এবং আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট প্রসাদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ প্রমুখ।

উল্লেখ্য রবিবার দুপুরে স্থানীয় কাশিমপুর মহাশ্মশানে মৃতদেহের শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …