শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / সাহিত্য ও সংস্কৃতি / কবিতা / আয়শা আক্তার মীমে’র কবিতা সে’তো তুমি হে বঙ্গবন্ধু

আয়শা আক্তার মীমে’র কবিতা সে’তো তুমি হে বঙ্গবন্ধু

সে তো তুমি হে বঙ্গবন্ধু
কবি: আয়শা আক্তার মীম

বাংলার স্বাধীনতার রক্তিম সূর্য
হে বঙ্গবন্ধু, সে তো তুমিই।
কোটি মানুষের স্বপ্নের সত্যি
হে বঙ্গবন্ধু, সে তো তুমিই।
হাজার তরুণের সাহস, অনুপ্রেরণা
হে বঙ্গবন্ধু, সে তো তুমিই।

তুমি এসেছিলে বলেই, স্বাধীন হয়েছে বাংলা।
তুমি এসেছিলে বলেই, মুক্তি পেয়েছি আমরা।

কিন্তু কি দুর্ভাগা আমরা,
হারিয়ে ফেলেছি তোমাকে।
ক্ষমা করো হে জাতির পিতা, ক্ষমা করো আমাদের।
আজ এই দুঃখের দিনে একটাই লক্ষ্য।
হারিয়ে যেতে দেব না তোমাকে,
এ আমাদের অঙ্গীকার।

আরও দেখুন

কবি নাজনীন নাহার এর কবিতা “আমি মানুষ’’

আমি মানুষ! নাজনীন নাহারআমি মানুষ!হ্যাঁ আমি মানুষ।আমি অমানুষের করি নাশ,মানচিত্র থেকে মুছে দেবো আমি অমানুষদের …